সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২২
০৪:২৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২২
১০:২৯ অপরাহ্ন
সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন।
বুধবার রাত সাড়ে নয়টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেন প্রবীণ এই রাজনীতিবিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
শাহ মোয়াজ্জেম হোসেন এক ছেলে, এক মেয়ে ও নাতি–নাতনিসহ অনেক আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজার বিষয়ে দল ও তাঁর পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এএফ/০১