সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৩, ২০২২
০৬:১১ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৩, ২০২২
০৬:১১ অপরাহ্ন
শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন তিনি।
এছাড়া শ্রীলঙ্কান একটি প্রদেশে কারফিউও জারি করা হয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী শ্রীলঙ্কাজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান বলে জানান দেশটির অভিবাসন কর্মকর্তারা। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ৭৩ বছর বয়সী গোতাবায়া, তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করে।
মূলত শ্রীলঙ্কার কোনো আইনেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের বিধান নেই। তবে পদত্যাগের পর গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট গোতাবায়া বিদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া গোতাবায়ার পলায়নের পর বুধবার ভোর থেকেই বিজয় উদযাপনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রাস্তায় নেমে এসেছেন দেশটির মানুষ। অনেকেই শহরের প্রধান প্রতিবাদস্থল বলে পরিচিত গল ফেস গ্রিন-এ জমায়েত হয়েছেন।
বিবিসি বলছে, সেখানে তৈরি করা একটি অস্থায়ী মঞ্চে সাধারণ মানুষ উত্তপ্ত বক্তৃতা শুনছেন এবং এই ধারণা উপলব্ধি করছেন যে, সরকার এবং নেতারা তাদের সঙ্গে গভীরভাবে বিশ্বাসঘাতকতা করেছেন।
এসব বক্তৃতার সাথে সাথে এসব মানুষ সিংহলী ভাষায় ‘ভিক্টরি টু দ্য স্ট্র্যাগল’ বা ‘সংগ্রামে বিজয়’ স্লোগান দিচ্ছেন।
এদিকে বুধবার একদল বিক্ষোভকারীর ওপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে শ্রীলঙ্কান পুলিশ। মূলত বিক্ষোভকারীদের ওই দলটি বুধবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে এই পদক্ষেপ নেয় পুলিশ।
বিবিসি বলছে, ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে একদল বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। বিক্ষোভকারীরা সেখানে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি বক্তৃতা করছেন।
মালদ্বীপে গা ঢাকা দিয়েছেন রাজাপক্ষে: দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে গা ঢাকা দিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। বুধবার গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে তিনি মালদ্বীপে পালিয়ে যান। দেশটির অভিবাসন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ খবর প্রকাশ করে।
এএফপির খবরে বলা হয়, ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষে মঙ্গলবার দিবাগত রাতে তার স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার সঙ্গী নিয়ে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওয়ানা দেন। তারা সামরিক বাহিনীর বিশেষ বিমান অ্যান্তোনভ–৩২ বিমানটি ব্যবহার করেছিলেন। বুধবার ভোরে তিনি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান।
মালে বিমানবন্দরের এক কর্মকর্তারা জানান, গোতাবায়াকে পুলিশ পাহারায় একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পরে শ্রীলংকার প্রধানমন্ত্রীর কার্যালয় গোতাবায়ের পালানোর তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমে এক বিবৃতি দেয়।
এর আগে, মঙ্গলবার দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে বাধার সম্মুখীন হন গোতাবায়ে। সে সময় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা গোতাবায়েকে দেশ ছাড়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানান। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার আগে রাজাপক্ষে ও তার স্ত্রী বিমানবন্দরের পাশে একটি সামরিক ঘাঁটিতে রাত যাপন করেন। এর আগে, চলতি সপ্তায় গণবিক্ষোভে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে পালান গোতাবায়ে।
এনপি-০১