চিনি রপ্তানি সীমিত করতে পারে ভারত

সিলেট মিরর ডেস্ক


মে ২৫, ২০২২
০১:৫৩ পূর্বাহ্ন


আপডেট : মে ২৫, ২০২২
০১:৫৩ পূর্বাহ্ন



চিনি রপ্তানি সীমিত করতে পারে ভারত

অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ার আশঙ্কায় বিশ্বের দ্বিতীয় চিনি রপ্তানিকারক দেশ ভারত চিনি রপ্তানি সীমিত করার কথা ভাবছে। দেশটি গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নিতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী জুন মাসের শুরুর দিকে এ বিষয়ে ঘোষণা দিতে পারে ভারত সরকার। শুরুতে আট মিলিয়ন টন চিনি রপ্তানির কথা থাকলেও উৎপাদন বেশি হওয়ায় এর পরিমাণ বাড়াতে সম্মত হয়েছিল দেশটি। এখন এই লক্ষ্যমাত্রা ১০ মিলিয়ন টন হলেই তারা নিষেধাজ্ঞা দিতে পারে।

২০১৬ সালে ভারত চিনি রপ্তানির ওপর ২০% শুল্ক আরোপ করে। এরপর থেকে দেশটি চিনি রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। কিন্তু গত দুই বছরে ১৪ মিলিয়ন টনেরও বেশি রপ্তানির পর দেশটির সরকার অগ্রাধিকারভিত্তিতে স্থানীয় চাহিদা মেটাতে চিনি উৎপাদনের ওপর নজর দিয়েছে।

ভারত সরকারের এই সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করছেন দেশটির মুম্বাইভিত্তিক চিনি রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের প্রধান।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘‘১০ মিলিয়ন টন রপ্তানির সিদ্ধান্ত সরকার ও ব্যবসায়ী উভয়ের জন্যই মঙ্গলজনক।’’

তিনি জানান, আগামী ১ অক্টোবরের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। পরবর্তী অর্থবছরের জন্য দেশে ছয় মিলিয়ন চিনি মজুত থাকবে যা দেশটির অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারবে।

আরএম-০৩