সিলেট মিরর ডেস্ক
মে ০৭, ২০২২
০৫:২৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৭, ২০২২
০৯:৫১ অপরাহ্ন
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ শনিবার (৭ মে) অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা আহ্বান করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভার প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, ‘সামনে আওয়ামী লীগের সম্মেলন এবং পরের বছর জাতীয় নির্বাচন। এ দুটি বিষয়কে সামনে রেখে আমরা দল গোছানোর কাজ করছি। এসব বিষয়ই মূলত সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ হবে।’
এএফ/০১