ধর্মপাশা প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২২
০৯:২০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২২
০৯:২০ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে সদ্য প্রকাশিত দুটি উপন্যাস ও দুটি কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সেলবরষ ইউনিয়নের মুদাহরপুর গ্রামে থাকা চাঁদের হাট পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে।
পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপন্যাস পেন্ডুলাম, কুটুমবাড়ি, কবিতার বই মনোরমা এবং মুজিব ও পিতার গল্পের পাঠ উন্মোচন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি রঈস উদ্-দীন আহমদ ।
প্রধান অতিথি ছিলেন কবি রইস মনরম। চাঁদের হাট পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি কবি শাকিল আহমেদ মুনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুফিয়া রহিম গণ পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানী, কবি সুমন মাহমুদ শেখ,কবি তাপস তালুকদার, কবি শহীদ উল্লাহ, কবি সোহেল আহম্মেদ, সমাজসেবক গোলাম জিলানী প্রমুখ।
এস এ/বি এন-১১