সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৪, ২০২২
০৩:১৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৪, ২০২২
০৩:১৯ পূর্বাহ্ন
ব্যাটারিচালিত যানবাহনের র্যাকার বিল ৩ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা ও শ্রমিকদের হয়রানি-নির্যাতন-উচ্ছেদ বন্ধের দুই দফা দাবিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখা।
আজ রবিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এর কাছে স্মারকলিপি প্রদান করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদের হারুন মিয়া, বেলাল হোসেন, জাকির হোসেন, শাহজাহান আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, সারাদেশে প্রায় ৫০ লাখ শ্রমিক ব্যাটারিচালিত থ্রী-হুইলার যানবাহনের সঙ্গে যুক্ত। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে 'থ্রি-হুইলার ও সম জাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১' আলোকে সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দিতে যাচ্ছে। সরকার যখন ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল এবং সারাদেশে যখন স্বাভাবিক ভাবেই এসব যানবাহন চলছে ঠিক তখন সিলেট নগরের প্রায় ১০ হাজার ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিক নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।
স্মারকলিপিতে দেওয়া দাবিগুলোর মধ্যে হচ্ছে, ১. সিলেট নগরের ১০ হাজার ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকসহ নির্ভরশীল ৫০ হাজার মানুষ, ক্রমবর্ধমান বেকারত্বও নগরের সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাফেরার স্বার্থে ব্যাটারিচালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ-অযথা র্যাকার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ২. ব্যাটারিচালিত থ্রী-হুইলার যানবাহনের র্যাকারের আগের বিল ৫০০ টাকায় ফিরিয়ে নেওয়া।
নেতৃবৃন্দ বলেন, স্মারকলিপির দাবিসমূহ বাস্তবায়নে মহানগর পুলিশ কমিশনারের সুচিন্তিত, মানবিক, বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করা হয়।
এএফ/০৭