তাহিরপুর প্রতিনিধি
মার্চ ৩০, ২০২২
০৬:২৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২২
০৬:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে যাদুকাটা নদীতে পূণ্যতীর্থ গঙ্গাস্নানে এসে সুশংকর দাস নামে (৫০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ফুকড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত সুখলাল দাসের ছেলে।
জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার যাদুকাটা নদীর তীরে বিকেল ৩টা থেকে শুরু হওয়া পূণ্যতীর্থ গঙ্গাস্নান আজ সকাল ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সেখানে কয়েক লাখ হিন্দু ধর্মাবলম্বী মানুষের সমাগম ঘটে। সুশংকর দাস গতকাল তার স্ত্রী ও ভাতিজা ধীরেশ দাসকে নিয়ে অদ্বৈত জন্মধাম পূণ্যতীর্থে গঙ্গাস্নান করতে এসেছিলেন। স্নান শেষে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নদীর পাড় থেকে মন্দিরের গেটে আসার সময় আকস্মিক মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার জানান, যাদুকাটা নদীতে পূণ্যতীর্থ গঙ্গাস্নান এসে এক বৃদ্ধ অসুস্থ হয়ে মারা গেছেন। শুনেছি তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।
এ এইচ/বি এন-০৩