সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৭, ২০২২
১০:৪৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২২
১০:৪৬ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য মো. মুহিবুর রহমান, নূর আহমদ, দিগেন সিংহ, ইদ্রিছ আলী ও এম রহমান ফারুক প্রমুখ।
এএন/০১