জগন্নাথপুরে তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প কাজের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি


জানুয়ারি ০৬, ২০২২
১০:৩৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২২
১০:৩৫ অপরাহ্ন



জগন্নাথপুরে তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্প কাজের উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৫০টি ঘরের মধ্যে ১৬টি ঘরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোকামপাড়া গ্রামে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হাসিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও সাজেদুল ইসলাম বলেন, ইতোমধ্যে এ উপজেলায় দুই ধাপে ১১০ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ে আরও ৫০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। মোকামপাড়ায় ১৬টি ঘরের কাজ শুরু হয়েছে। বাকি ঘরগুলোর কাজ অচিরে শুরু করা হবে। চাহিদা অনুযায়ী আরও ৫০টি ঘরের তালিকা পাঠানো হয়েছে।

এ এ/বি এন-০৭