দোয়ারাবাজার প্রতিনিধি
জানুয়ারি ০১, ২০২২
০৮:২৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ২০২২
০৮:২৭ অপরাহ্ন
দোয়ারাবাজারে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালি শেষে আল-আজাদ রেস্টুরেন্টে কবি ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী'র সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ আইনজীবী সমিতি'র সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক অ্যাডভোকেট মো. চানমিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জমির উদ্দিন বাবুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবদুল আওয়াল, জাবা মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ও উপজেলা জাপা'র সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নুরুল্লাহ তালুকদার দশগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, সহকারী শিক্ষক জাকির হোসেন, দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. আলা উদ্দিন, সাংবাদিক হারুনুর রশীদ, সুনামকণ্ঠের স্টাফরিপোর্টার আশিস রহমান, উপজেলা জাপা'র সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আবদুল্লাহ, হাজী মো. রফিকুল হক, মিয়া হোসেন প্রমুখ।
এইচ এইচ/বি এন-০৯