নবীগঞ্জে দুই চেয়ারম্যানকে ১০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২১, ২০২১
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২১
০৬:৫৫ পূর্বাহ্ন



নবীগঞ্জে দুই চেয়ারম্যানকে ১০ হাজার টাকা জরিমানা

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা। পড়েছে নির্বাচনী আচরণ বিধি লংঘনের হিড়িক। আচরণ বিধি লংঘনের দায়ে উপজেলার দুই ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

নির্বাচনী আচরণ বিধিমালার ১১ নম্বর বিধি লংঘন করার অভিযোগে শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ও শুক্রবার (১৯ নভেম্বর) রাতে মিছিল-শোডাউন করার দায়ে ৫ হাজার টাকা করে দুই চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রার্থীরা হচ্ছেন উপজেলার কুর্শি ইউনিয়নের নৌকার প্রার্থী লন্ডন প্রবাসী আলী আহমদ মুসা  ও স্বতন্ত্র প্রার্থী আনারষ মার্কার লন্ডন প্রবাসী সৈয়দ খালেদুর রহমান খালেদ। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্তে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্তে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে। তা না হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন । প্রার্থীরা যত প্রভাবশালীই হোক না কেন  কাউকেই ছাড় দেওয়া হবে না ।

এএম/আরসি-০৩