সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৪, ২০২১
০৯:৫৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২১
০৯:৫৯ অপরাহ্ন
জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুরের পিতা কুতুব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।
মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, জকিগঞ্জ পৌর এলাকার প্রবীণ কুতুব আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি সদা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। পরহেজগার ও জনদরদী ব্যক্তি হিসেবে তিনি এলাকাবাসীর কাছে ছিলেন পরম শ্রদ্ধার পাত্র। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
আরসি-১০