নবীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২১
০২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২১
০২:৩৩ পূর্বাহ্ন
হবিগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হুমায়ুন আহমেদ (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৩ নভেম্বর) বেলা ১ টায় সদর উপজেলার লোকড়া ইউনিয়নের জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন জয়নগর গ্রামের ছাবু মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চান্দপুর মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী হুমায়ুন জয়নগর বাজারের একটি চায়ের দোকানে অসাবধানতা বশত বিদ্যুৎ এর তারে হাত দিয়ে দেয়। এতে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। পরিবারের লোকজন তাকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হুমায়ুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাশ।
এএম/আরসি-১০