জৈন্তাপুর প্রতিনিধি
জুলাই ২৬, ২০২১
১১:০৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২১
১১:০৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল মাদরাসা গেট সংলগ্ন স্থানে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী। রবিবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি হলেন জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মালিক ওরফে মালিক হাজী (৬৬)। গুরুতর আহত হয়েছেন ফতেপুর মালগ্রামের মৃত হুসন মৌলভীর ছেলে মাওলানা কাওছার (২৭)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১১টায় সিলেট থেকে হরিপুরমুখী এবং জৈন্তাপুর থেকে সিলেটমুখী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহনকারী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত আহতদের সিলেটের ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালিক হাজীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মাওলানা কাওছারকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
আরকে/আরআর-০৫