নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৬, ২০২১
০২:৩২ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২১
০২:৫৫ অপরাহ্ন
কাল বাদ পরশু সিলেট-৩ আসনের উপনির্বাচন। আজ সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচার-প্রচারণাও। শেষ মুহূর্তে তাই বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। পথসভা আর উঠোন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। বক্তৃতায় প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরছে তাঁদের মুখে। আবাসিক গ্যাস সংযোগ চালু এবং সেতু-কালভার্ট-রাস্তা-স্টেডিয়াম নির্মাণ থেকে শুরু করে আঞ্চলিক নানা ইস্যুতে প্রার্থীরা সরব হয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখবেন।
দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা মিলে সিলেট-৩ আসন গঠিত। গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আসনের আওয়ামী লীগ-দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস মারা যান। পরে আসনটি শূন্য ঘোষণা করে ২৮ জুলাই ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করা হয়।
এ আসনে মোট ৩ লাখ ৫২ হাজার ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৪৯টি। চারজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। তাঁরা হচ্ছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী ও নির্বাচনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সদস্য পদ থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া।
তবে তিন প্রার্থী জোরেশোরে প্রচারণা চালালেও জুনায়েদ মুহাম্মদ মিয়ার প্রচারণা সেভাবে চোখে পড়ছে না বলে একাধিক ভোটার জানিয়েছেন।
রবিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি সভা-সমাবেশ করেছেন। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে বালাগঞ্জ ও দক্ষিণ সুরমায় একাধিক সভায় বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ‘আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা’ বজায় রাখার জন্য তাঁকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান। এ সময় তিনি তাঁর নির্বাচনী এলাকার তিনটি উপজেলাতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন করে রাস্তাঘাট-সেতু-কালভার্টের নির্মাণ থেকে শুরু করে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে অবদান রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী গতকাল বালাগঞ্জ উপজেলায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের জানান, নির্বাচিত হলে তিনি দক্ষিণ সুরমাসহ তাঁর নির্বাচনী এলাকায় আবাসিক গ্যাস সংযোগ চালুর জন্য উদ্যোগী হবেন। অতীতের মতো ভবিষ্যতেও ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমায় অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মানুষের উন্নয়নে কাজ করবেন। দলমত নির্বিশেষে সবাইকে সমানভাবে প্রাধান্য দিয়ে তিনি প্রতিটি এলাকাতে সুষম উন্নয়ন নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। তাই তাঁর মোটরগাড়ি (কার) প্রতীকে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এরপর বেলা দুইটার দিকে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন শেষেও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন। আতিকুর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাঁর লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচিত হলে তিনটি উপজেলার উন্নয়নে পরিকল্পনামাফিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন।
স্থানীয় ভোটারেরা জানিয়েছেন, প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বাস্তবায়নযোগ্য নয়, এমন প্রতিশ্রুতিও প্রার্থীরা দিচ্ছেন। করোনার সংক্রমণ সিলেটে ক্রমশ বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে আতঙ্ক থাকলেও ভোট ঘিরে উৎসাহের কমতি নেই। তবে ভোটের দিন ভোটারদের উপস্থিতি কেমন থাকে, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে গত শনিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা। এ সময় তিনি জানান, করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ চলছে। নির্বাচনের দিন সিলেট-৩ আসনে এই বিধিনিষেধ শিথিল থাকবে। তবে ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব মেনে ভোটকেন্দ্রে যেতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সব প্রস্তুতি শেষ করেছে।
এএন/আরসি-১০