নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২১
০৮:৩২ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৬, ২০২১
০১:০০ পূর্বাহ্ন
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৩ টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা সৈয়দ আফজাল আহাম্মেদ।
তিনি বলেন, আজ সকালে স্যারের শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। পরে দুপুরের দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট -৩ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন মো. ইসরাইল হোসেন। দায়িত্ব পালনকালে গত কয়েকদিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। পরে তার করোনা শনাক্ত হয়।
আরসি-১৬