নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২১
০৪:৩৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২১
০৪:৩৫ পূর্বাহ্ন
সিলেট বিভাগে নতুন করে ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে সিলেটের দুইটি ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৭৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবের ফোকাল পারসন ডা. প্রেমানন্দ দাস জানান, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৪১ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন।
এদিকে শনিবার অ্যান্টিজেন পরীক্ষায় সিলেট জেলার আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সিলেট বক্ষব্যাধি হাসপাতালের জিন এক্সপার্ট মেশিনে সিলেট জেলার আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরসি-০১