নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২১
০৯:৫৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৪, ২০২১
১০:৫০ অপরাহ্ন
সিলেটের গোয়ানঘাট উপজেলার জাফলংয়ে নিখোঁজের তিন দিন পর এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।
আজ শনিবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে ইমরান আহমদ (১৮) নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, ঈদের পরদিন গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে গিয়ে নিখোঁজ হন ইমরান আহমেদ (১৮)। নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যান তিনি। ইমরান টাঙ্গাইলের ঘাটাইল থানার ফুলমালির চালা এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং ফজরগঞ্জ মাদরাসার দাখিল পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পিয়াইন নদীতে ইমরান আহমদের মরদেহ ভেসে উঠতে দেখে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, নিখোঁজ ইমরান আহমদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এরআগে গত শুক্রবার গোয়াইনঘাট উপজেলারই আরেক পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে নৌকা ডুবে মারা যান সাগর মিয়া ও রুমের মিয়া নামের দুই কিশোর।
বিএ-০৭