কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুলাই ২৪, ২০২১
০৯:২১ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২১
০৯:২১ অপরাহ্ন



কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার (২৩ জুলাই) বিকেলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুদ রানা, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, পাঠাগার সম্পাদক মিসবাউল করিম রফিক, সোহরাব আহমদ, আমিরুল হক, মীর আল মমিন, এখলাস আলী, কবির আহমদ, জয়নাল আবেদীন, মোসতাক আহমেদ রণি, জাহিদ হাসান প্রমুখ।

সভাপতির বক্তব্যে আবুল হোসেন প্রেসক্লাব প্রতিষ্ঠা নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রেসক্লাবের নাম ভেঙে কতিপয় ব্যক্তি অনৈতিক কর্মকান্ডে জড়িত রয়েছে। এসকল দুর্বৃত্তদের প্রতিরোধ করতে হবে। 

এসময় তিনি করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সর্তক থেকে দায়িত্ব পালন করার আহবান জানান।

এমকেএ/বিএ-০৪