ওসমানীনগরে সংঘর্ষ, আহত ১৪ জন

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ২৪, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন



ওসমানীনগরে সংঘর্ষ, আহত ১৪ জন

ওসমানীনগরে মসজিদের কাঁঠালের নিলাম ডাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ ১৪ জন আহত হয়েছেন। আহতদের সবাইকে সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার উমরপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের কামালপুর জামে মসজিদের গাছের কাঁঠালের নিলাম অনুষ্ঠিত হয়। উক্ত নিলামকে কেন্দ্র করে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সুয়েব আহমদ ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে এ ঘটনাকে কেন্দ্র করে দুটি পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধঘন্টা ব্যাপী সংঘর্ষে মসজিদের পার্শ্ববর্তী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় উভয় পক্ষের ১৪ জন আহত হন। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

মাওলানা সুয়েব আহমদের পক্ষে আহতরা হচ্ছেন, মাওলানা সুয়েব (৪৫), ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ (৪০), সোহেল আহমদ (৩০), জুয়েল আহমদ (২৮), রুবেল আহমদ (২৪), হুমায়ুন রশীদ (৩২)।

কাওছার আহমদের পক্ষে আহতরা হচ্ছেন-কাওছার আহমদ (৫৫), উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নেছাওর আলী (৬০), ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী (৭০), কাওছার আহমদ (৫৫), শাহীন মিয়া (৪৫), মুজিব মিয়া (৫০), সোহাগ মিয়া (২৩), শাকিল আহমদ (২৪)। 

আহতদের মধ্যে আবু বকর, মাওলানা সুয়েব, ইকবাল আহমদ, শাহিন মিয়া ও সোহাগ মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। তবে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।

ইউডি/আরসি-০৭