কঠোর লকডাউনের প্রথম দিন ৪৬ মামলা, আটক ৯২ যানবাহন

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৪, ২০২১
০৩:২৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন



কঠোর লকডাউনের প্রথম দিন ৪৬ মামলা, আটক ৯২ যানবাহন

কঠোর লকডাউনেরর প্রথম দিন  শুক্রবার (২৩ জুলাই) সিলেট মহানগর এলাকায় ৪৬টি যানবাহনে মামলা দায়ের করা হয়েছে। এসময় আটক করা হয়েছে ৯২টি যানবাহন। 

এছাড়া ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় এসব মামলা, আটক ও জরিমানা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি মানাতে ৪৬টি চেকপোস্ট এবং থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল বাহিনী দায়িত্ব পালন করছে।

পুলিশ আরও জানায়, এরই ধারাবাহিকতায় লকডাউনের ১ম দিনে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় সিলেট মহানগর পুলিশের অভিযানে ৯২টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশা ৩৫টি, মোটরসাইকেল ১৪টি, প্রাইভেট কার ৫টি, অন্যান্য ৩৮টি। 

এছাড়া এসময় ৪৬টি যানবাহনের উপর মামলা দায়ের করা হয়। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশা ২৮টি, মোটরসাইকেল ৯টি, প্রাইভেট কার ৭টি ও অন্যান্য ২টি। 

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে সর্বমোট ১৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড জরিমানা আদায় করা হয়।'

এনএইচ/বিএ-০৬