নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৩, ২০২১
০৭:১১ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২১
১১:২৩ অপরাহ্ন
লেখক, অনুবাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নিজামউদ্দিন লস্করের স্ত্রী নাজিয়া সুলতানা আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
আজ শুক্রবার (২৩ জুলাই) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিজামউদ্দিন লস্করের ছোটোভাই মাহবুব উদ্দিন লস্কর বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
আজ বাদ এশা নগরের লামাবাজার জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে তাকে নয়াসড়কস্থ মানিক পীর (র.) কবরস্থানে দাফন করা হবে।
এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সিলেট মিরর সম্মাননা প্রাপ্ত লেখক ও মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না।
এএফ/০২