নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৩, ২০২১
০৪:১২ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২১
১১:১৩ অপরাহ্ন
ঈদুল আজহার ছুটি শেষে আজ শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে ১৪ দিনের কঠোর লকডাউন। কঠোর লকডাউনের প্রথম দিন সিলেট নগরের রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম লক্ষ্য করা গেছে।
সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় যানবাহন খুবই সীমিত। রিকশা ছাড়া প্রাইভেট কার, গণপরিবহন চলতে খুব একটা দেখা যায়নি৷ এছাড়া মানুষজনকেও সকালে ঘর থেকে বের হতে দেখা যায়নি। হাসপাতাল যেতে বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কিছু মানুষ বের হয়েছেন।
নির্দেশনা মেনে নগরের সব শপিং মল, মার্কেট ও দোকানপাটও বন্ধ রয়েছে। এখনও ঈদের আমেজ থাকায় বন্ধ রয়েছে রেস্টুরেন্টও। তবে কিছু রেস্টুরেন্টে টেক ওয়ে সার্ভিস চালু আছে। নগরজুড়ে আইনশৃঙখলা তৎপরতা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।
এদিকে এবারের বিধিনিষেধে প্রশাসন গতবারের চেয়েও কঠোর থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে বলেন, 'লকডাউন কার্যকরে মহানগর পুলিশের সব ফাড়ি, থানা, তদন্ত কেন্দ্র কাজ করছে। আমাদের মোবাইল পেট্রোল টিমও কাজ করছে। এছাড়া নগরের প্রবেশ ও বাইরের মুখে ৮টিসহ ১৬টিক চেকপোস্ট রয়েছে।
এনএইচ/আরসি-০১