ঈদ জামাতে করোনামুক্তির মোনাজাত

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২১, ২০২১
০১:৪৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২১
০৩:০২ অপরাহ্ন



ঈদ জামাতে করোনামুক্তির মোনাজাত

হজরত শাহজালাল (র.) জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি : সিলেট মিরর

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে এবারও ঈদগাহের পরিবর্তে শুধুমাত্র মসজিদেই অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল আজহার নামাজ। ঈদের নামাজ আদায়ের পর দেওয়া হচ্ছে পশু কোরবানি।

হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের পর মুসল্লিরা করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে মোনাজাত করেন বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টায় প্রথম, ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

কালেক্টরেট মসজিদে সকাল ৮টায় প্রথম, ৯টায় দ্বিতীয় ও ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় একটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। অনুরূপভাবে জেলার সব উপজেলার মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ আদায়ের সময় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাতারে দাঁড়ান মুসল্লিরা। করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে নামাজ শেষে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।

মোনাজাতে দেশ ও জাতির মঙ্গলও কামনা করা হয়। এ সময়  বৈশ্বিক করোনা ভাইরাস থেকে মুক্তি, আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়।

এনএইচ/আরসি-০৪