সিলেট নগরে ঈদের জামাত কখন কোথায়

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২০, ২০২১
০৭:১০ অপরাহ্ন


আপডেট : জুলাই ২১, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন



সিলেট নগরে ঈদের জামাত কখন কোথায়

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর চতুর্থবারের মতো সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ হচ্ছে না। এই মাঠে প্রতিবছর সিলেটের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতো। ঈদগাহে নাজামের অনুমতি না থাকায় গত বারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

করোনার ঝুঁকির কথা বিবেচনায় এবার বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ ও কালেক্টরেট মসজিদে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেটের নেজারত ডেপুটি কালেক্টর মো. ইশতিয়াক ইমন জানিয়েছেন, কালেক্টরেট মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। একঘণ্টা বিরতি দিয়ে ৯টায় দ্বিতীয় জামাত এবং ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। ঈদের একটি জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা মুহাম্মদ শাহ আলম। অন্য দুটি জামাতে ইমামের নাম জানা যায়নি।

প্রতিবারের মতো এবারো বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে ৩টি জামাত। সকাল ৭টায় প্রথম জামাত, ৮টায় দ্বিতীয় জামাত এবং ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। 

প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন এবং ৩য় জামাতে হাফিজ আব্দুল হাকিম।

কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি মুকতাবিস উন নূর এ তথ্য নিশ্চিত করেছেন। মুসল্লিদের সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাতে অংশ নিতে তিনি অনুরোধ জানিয়েছেন।

হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন।

এছাড়াও নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে।

 এসএইচ/আরসি-১০