নিজস্ব প্রতিবেদক
জুলাই ২০, ২০২১
০৪:১৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ২০, ২০২১
০৮:০৮ অপরাহ্ন
নগরের জেলরোড পয়েন্ট এলাকায় এভাবে বসেছে খড় ও ঘাসের অস্থায়ী দোকান।
রাখার জায়গার সীমাবদ্ধতার জন্য সিলেট নগর এলাকায় সাধারণত ঈদের দুই থেকে তিনদিন আগে কোরবানীর পশু কিনেন মুসল্লিরা। এবার যারা ইতোমধ্যে কোরবানীর পশু কিনে ফেলেছেন তারা এখন পশুর খাবারের জন্য ছুটছেন। আর তাতে খড় আর ঘাসের মৌসুমী বাজার জমজমাট হয়ে উঠেছে।
আজ মঙ্গলবার (২০ জুলাই) নগরের জেল রোড এলাকায় গিয়ে দেখা গেছে এমন চিত্র।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খড় প্রতি আঁটি ২০০-২৫০ টাকায় এবং ঘাস বিক্রি হচ্ছে ১০-৩০টাকা পর্যন্ত।
![]()
মোটরসাইকেল থামিয়ে খড় কেনায় ব্যস্ত আব্দুর রশিদ সিলেট মিররকে জানান, ‘চিকনাগুল থেকে গরু কিনেছি গত সপ্তাহে। বাসার আশপাশে খড় কিংবা পর্যাপ্ত ঘাস নেই। ঈদের আগ পর্যন্ত যেহেতু কুরবানীর গরুকে খাওয়াতে হবে সেজন্যই খড় এবং ঘাস কিনতে এসেছে। তবে দাম একটু বেশি।
জেল রোড এলাকায় কড় বিক্রি করছিলেন রনজিত বিশ্বাস। তিনি বলেন, ‘প্রত্যেক বছর কোরবানীর কয়েকদিন আগে আমি ছেলেকে নিয়ে শহরে খড় বিক্রি করতে আসি। গ্রামাঞ্চলে এর দাম না থাকলেও শহরে ভালো দামে বিক্রি করা যায়। তবে অন্যান্য বছরের চেয়ে এবার চাহিদা কিছুটা কম।’
আরএম-০১/এএফ-০১