ঈদ উপহার পেলেন ওসমানীনগর প্রেসক্লাব সাংবাদিকরা

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ২০, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন



ঈদ উপহার পেলেন ওসমানীনগর প্রেসক্লাব সাংবাদিকরা

সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) দুপুরে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব ভবনে এগুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

তিনি বলেছেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন-সাংবাদিকদের অবাধ ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি ও অবিচার দূর করা সম্ভব। বর্তমান সরকারের উন্নয়নমুখী বিভিন্ন প্রকল্প গ্রহণের উপকারিতা সাধারণ মানুষ সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারছে। গ্রামীণ মানুষের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে সংশ্লিষ্টরা সাংবাদিকদের মাধ্যমেই জানতে পারেন। তাই, সমাজ পরিবর্তনে সাংবাদিকের কলম হচ্ছে বড় শক্তি।

প্রেসক্লাব সভাপতি উজ্জ্বল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চঞ্চল পাল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোস্তাক আহমদ, ইউপি সদস্য জিলু মিয়া, বেলাল আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।

আরসি-১৯