গোলাপগঞ্জ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২০, ২০২১
১২:১৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন



গোলাপগঞ্জ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান, মুবীন আহমদ জায়গীরদার, রফিক আহমদ মাখন, মস্তাব আহমদ, রোকন উদ্দিন, আবুল ফজল চৌধুরী সাহেল, মাহমুদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, আকবর আলী জথর, সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম চৌধুরী রিপন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিমার আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ মুমিত হীরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তুতা মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হানিফ খান, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান মোহাম্মদ আজম, সহ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, কোষাধ্যক্ষ শরীফ উদ্দিন আহমদ, সদস্য মখলিছুর রহমান, অজিউর রহমান ছানা, এনামুল হক রুহেল, মাতাব উদ্দিন জেবুল, নুরুল ইসলাম, তমিজ উদ্দিন, সেলিম উদ্দিন, মহসিন মজনু, আঙ্গুল মালিক জানু, খয়রুল ইসলাম জাহাঙ্গীর, এম জেড আলম, আব্দুল হান্নান, জাফরান জামিল, জয়নাল আবেদীন, আবুল কাশেম সেবুল, ফরিদ উদ্দিন ইরান,  সেলিম উদ্দিন, কামাল উদ্দিন, সৈয়দ এহতেশামুল হক, রুহেল আহমদ বিপন, ইসমাইল হোসেন সিরাজী, আজমল হোসেন, শফি আহমদ চৌধুরী প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী তোফায়েল আহমদ জিলু। সভায় বিগত দিনে মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।

শেষে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।

সভায় আগমী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। 


এএফ/০৪