কানাইঘাট সীমান্ত দিয়ে আসছে চোরাচালান

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৯, ২০২১
০২:৫৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২১
০২:৫৬ অপরাহ্ন



কানাইঘাট সীমান্ত দিয়ে আসছে চোরাচালান
# শাহপরাণে ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধসহ দুজন গ্রেপ্তার

রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১৫ লাখ টাকা মূল্যের ওষুধসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরতলীর শাহপরাণ এলাকার চৌমুহনা বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করে শাহপরাণ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, চোরাচালানের মাধ্যমে আনা এসব ওষুধ কানাইঘাট সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর চোরকারবারিরা সেগুলো শহরে বিক্রয়ের উদ্দেশে নিয়ে আসছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি গ্রামের ফয়সল আহমদ (২৫) ও জকিগঞ্জের আটগ্রামের জাকির হোসেন ডালিম (২৮)।

পুলিশ জানায়, সিলেট-তামাবিল সড়কের বাইপাস পয়েন্টে নিয়মিত চেকপোস্ট ডিউটি করার সময় সকাল সাড়ে ৯টার দিকে তামাবিল দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে সিলেট শহরের দিকে যেতে থাকলে পেছন থেকে ধাওয়া করে চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের দল। পরে চৌমুহনা বাজারে গতিরোধ করে তাদের আটক করা হয় এবং তল্লাশি করে প্রাইভেটকারের ভেতর থেকে ভারতীয় তৈরি দশ হাজার ইনজেকশন জব্দ করে। জব্দকৃত ওষুধের মূল্য ১৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে ওষুধ চোরাচালানের মাধ্যমে এসব পণ্য এসেছে। চোরকারবারিরা বিক্রির উদ্দেশে সিলেট শহরে নিয়ে আসছিল। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরসি-০৬