গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আসমান আলীর মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৯, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২১
০২:৩৪ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আসমান আলীর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসমান আলী (৮০) আর নেই। রবিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের আমকোনা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৬ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আগামীকাল সোমবার (১৯ জুলাই) বেলা ১১টায় আমকোনা শাহী ঈদগাহে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হবে।

এদিকে, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসমান আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


এফএম/আরআর-১৫