ওসমানীনগর প্রতিনিধি
জুলাই ১৯, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৯, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জমান চৌধুরীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রেসক্লারের সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে উপহারসামগ্রী প্রদান করেন জেলা যুবলীগ নেতা আকদ্দুছ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, বর্তমান সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক ফরহাদ আহমদ, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন ও সিতু সূত্রধর।
এ সময় ভিডিওকলের মাধ্যমে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রেসক্লাবের সাংবাদিকের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ। তাদের কলমের মাধ্যমেই আমরা এলাকার সমস্যা, সম্ভাবনা সম্পর্কে জানতে পারি। তাই সাংবাদিকদের বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়।
তিনি ওসমানীনগরের সাংবাদিকদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
ইউডি/আরআর-১২