২৮ জুলাই সিলেটে লকডাউন শিথিল থাকবে

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৯, ২০২১
১২:০৪ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৯, ২০২১
১২:১৯ পূর্বাহ্ন



২৮ জুলাই সিলেটে লকডাউন শিথিল থাকবে

মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশে চলছে লকডাউন। ঈদের পর আবারও কঠোর লকডাউনের ইঙ্গিত রয়েছে। এরকম পরিস্থিতিতে আগামী ২৮ জুলাই সিলেটে লকডাউন পরিস্থিতি শিথিল থাকবে। সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের কারণে নির্বাচনি এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে।

আজ রবিবার (১৮ জুলাই) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

ওই প্রজ্ঞাপনে  বলা হয়, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম এবং এর সঙ্গে যুক্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস স্থাপনা এ বিধিনিষেধের বাইরে থাকবে।

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবার লকডাউন আরোপ করবে সরকার।

এর মধ্যে ২৮ জুলাই একাদশ জাতীয় সংসদের সিলেট-৩ শূন্য আসনে ভোট হবে। তাই সংশ্লিষ্ট নির্বাচনি এলাকা বিধিনিষেধের আওতামুক্ত রাখতে সরকারকে সুপারিশ করেছে নির্বাচন কমিশন। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিএ-০১