সিলেট মিরর ডেস্ক
জুলাই ১৮, ২০২১
১১:১৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৮, ২০২১
১১:১৬ অপরাহ্ন
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্র আয়োজিত সিলেট বিভাগের দ্বিতীয় পর্বের (অনলাইন) রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
গত ১৬, ১৭ ও ১৮ জুলাই কিশোর এবং সাধারণ এই দুই বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার জেলার প্রায় ৪০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক-বুলবুল ইসলাম, এ টি এম জাহাঙ্গীর, মহুয়া মঞ্জরী সুনন্দা এবং সেমন্তী মঞ্জরী। আলোচনায় ছিলেন, বীর মুক্তিযাদ্ধা, সাহিত্যিক, মুক্তিযাদ্ধা জাদুঘরের প্রতিষ্ঠাতা ড. সারোয়ার আলী ও মফিদুল হক। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিলেট বিভাগের সমন্বয়ক রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রতীক এন্দ।
এনপি-০১