কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৮, ২০২১
১১:১৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২১
১১:১৩ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। রবিবার (১৮ জুলাই) বেলা ২টায় উপজেলার ঢালারপাড় এলাকা থেকে মরম আলী (৪৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। মরম আলী ঢালারপাড় গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

ভিকটিমের পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে মরম আলী জোর করে ধর্ষণের চেষ্টা করেন। তখন ভিকটিম চিৎকার দিলে মরম আলী পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, ধর্ষণের অভিযোগে মরম আলী নামের এক আসামিকে  গ্রেপ্তার করেছেন এসআই আলা উদ্দিন ও এএসআই রেজওয়ান মোল্লা। মামলা দায়েরের একদিনের মধ্যেই মরম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।


এমকে/আরআর-০৬