জৈন্তাপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য কম্পিউটার প্রদান

জৈন্তাপুর প্রতিনিধি


জুলাই ১৮, ২০২১
১০:৫২ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২১
১০:৫২ অপরাহ্ন



জৈন্তাপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য কম্পিউটার প্রদান

সিলেটের জৈন্তাপুর উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের অধীনে বাস্তবায়িত উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিষদের থেকে ৩টি কম্পিউটার ও আসবাবপত্র প্রদান করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এসব কম্পিউটার ও আসবাবপত্র প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সাবেক প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী এ জে এম তানভীর, নৃতাত্ত্বি০ক জনগোষ্ঠীর সেন্টার ইনচার্জ এম কে নাইয়াং, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং তাদেরকে তথ্যপ্রযুক্তি নির্ভরশীল করে গড়ে তুলতে আধুনিক সকল প্রকার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তা বাস্তবায়নের লক্ষ্যে জৈন্তাপুরস্থ প্রশিক্ষণ একাডেমিতে কম্পিউটার ও আসবাবপত্র বরাদ্দ করা হয়।


আরকে/আরআর-০৫