নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৯, ২০২১
১২:০৯ পূর্বাহ্ন
অরবিন্দ দাসগুপ্ত
শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো সিলেটের বরণ্যে চিত্রশিল্পী অরবিন্দু দাসগুপ্তকে।
আজ রবিবার (১৮ জুলাই) বেলা ২টার দিকে নগরের চালিবন্দর মহাশ্মশানঘাটে তারঁ শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে সর্বস্তরের পক্ষ থেকে তার প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
নগরের চৌহাট্টস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তাঁর মরদেহ বেলা ২টার কিছুক্ষণ আগে চালিবন্দর মহাশ্মশান ঘাটে নিয়ে আসা হয়। এসময় তার প্রতি শ্রদ্ধা নিবেদনে করা হয়। করোনামহারীর পরিস্থিতির কারণে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন চলে ১৫ মিনিট ধরে।
এসময় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, সিলেট চারু পরিবার সমন্বয় পরিষদ, চারুকলি সিলেট, সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুল, শাহ আলম গ্যালারী, নৃত্যুশৈলী সিলেট, কথাকলি, চারুবাক আবৃত্তি সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
![]()
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গণি হিমন, সংস্কৃতি সংগঠক নিলাঞ্জন দাশ টুকু, শামসুল বাসিত শেরো, সাংবাদিক আহমাদ সেলিম প্রমুখ।
পরে চালিবন্দর মহাশ্মশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন অরবিন্দ দাসগুপ্তের ছাত্র ও চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন। তিনি বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়।’
এর আগে, গত ২০ জুন ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে অরবিন্দু দাসগুপ্তের করোনা পজেটিভ আসে। পরে ২৫ জুন তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুন তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তার অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর আজ সকালে তিনি মারা যান।
এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন-
এএফ/০৩