সিলেটে জমে উঠেছে অনলাইন পশুর হাট

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৮, ২০২১
০৫:০৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২১
০৫:০৯ অপরাহ্ন



সিলেটে জমে উঠেছে অনলাইন পশুর হাট

ছবি-সংগৃহীত

করোনা মহামারি সংক্রমণ থেকে বাঁচতে কোরবানির পশুর হাটে যেতে অনেকেই ভরসা করে উঠতে পারছেন না। বিকল্প ব্যবস্থা হিসেবে তারা বেছে নিয়েছেন অনলাইন মাধ্যমকে। অনলাইনে পশু কেনাবেঁচায় পিছিয়ে নেই সিলেটও। গত দুই সপ্তাহে সিলেট বিভাগে অনলাইনে পশু বিক্রি হয়েছে ২ হাজার ২৫২টি। যার বাজার মূল্য ১৩ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৫২৮ টাকা।

প্রাণীসম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্যে জানা যায়, ২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত ১৪ দিনে অনলাইনে ১ হাজার ৭৬৮টি কোরবানির পশু বিক্রি করা হয়েছে। বর্তমানে অনলাইনে পশু আছে ১ হাজার ৭৬৮টি। তার মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে ৬০২টি, আর বেসরকারি উদ্যোগে ১ হাজার ১৬৬টি। এসব অনলাইন বাজারে ১৪ দিনে ১৫ লাখ ৯৩ হাজার ৬৯২টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড করা হয়েছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট বিভাগে ২ হাজার ২৫২টি কোরবানির পশু বিক্রি হয়েছে ১৩ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ৫২৮ টাকায়।

তবে অনলাইনে পশু বিক্রিতে সবচেয়ে বেশি এগিয়ে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মোট ১ লাখ ২৬ হাজার ৪৬৫টি পশু বিক্রি হয়েছে, যার বাজারদর ৮৯৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৯৪৮ টাকা। পরের স্থানে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ২৫ হাজার ৮৫১টি পশু বিক্রি হয়েছে ২৬১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ১৪৭ টাকায়। 

এ বিষয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) দেবাশীষ দাশ বলেন, ‘গত বছর প্রথম অনলাইনে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছিল। ওই বছর অনলাইনে ৮৭ হাজার পশু বিক্রি হয়েছিল। এ বছর এখন পর্যন্ত অনলাইনে যে পরিমাণ কোরবানির পশু বিক্রি হয়েছে, তার থেকে বেশি প্রত্যাশা ছিল। তবে গত বছরের থেকে এ বছর ভালো করেছি। আমাদের প্রত্যাশা, সামনে কোরবানির বড় অংশই অনলাইনে বেচাকেনা চলবে।’

তিনি জানান, স্থায়ী পশুর হাটে ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পশুহাট চালু রাখার সুপারিশ করেছে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

সিলেট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুস্তম আলী জানান, গত ১৫ দিনে সিলেট জেলায় অনলাইনে ১৩৯৩টি পশু বিক্রি করা হয়েছে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৪ লক্ষ টাকা। বর্তমানে সিলেট জেলার অনলাইন পশুর হাটে সাড়ে ১৫ হাজারের অধিক পশুর তথ্য রয়েছে।

আরসি-১৬