প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাসের শারীরিক অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৮, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৮, ২০২১
০৩:০৬ পূর্বাহ্ন



প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাসের শারীরিক অবস্থা সংকটাপন্ন

সিলেটের প্রবীণ চিত্রশিল্পী অরবিন্দ দাস গুপ্তের শারীরিক অবস্থা সংকটাপন্ন। অক্সিজেনের মাত্রাও কম। বর্তমানে তি‌নি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউতে চি‌কিৎসাধীন। সেখানে তাঁকে বাইপ্যাক মেশিন দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে।

সিলেট মিররকে এসব তথ্য নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। 

তিনি বলেন, `স্যারের অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখেছেন। অক্সিজেন লেভেলও অনেক নিচে। ফুসফুসে সংক্রমণের কারণে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। তাই বাইপ্যাক মেশিন দিয়ে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে।`

বর্ষীয়ান এই চিত্রশিল্পী বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তাছাড়া তাঁর কিডনিতে সমস্যা রয়েছে। 

এর আগে, গত ২৫ জুন (শুক্রবার) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে অরবিন্দ দাস গুপ্তের করোনা ধরা পড়ে। অক্সিজেনের মাত্রা হ্রাস ও ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাওয়ায়  ২৭ জুন রবিবার তাঁকে আইসিউইতে স্থানান্তর করা হয়।

আরসি-১৪