গোলাপগঞ্জে মোটর মেকানিকদের ত্রাণ দিলেন এলিম চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৭, ২০২১
১১:৩৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২১
১১:৩৮ অপরাহ্ন



গোলাপগঞ্জে মোটর মেকানিকদের ত্রাণ দিলেন এলিম চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লী‌গের কার্যনির্বা‌হী কমিটির সদস‌্য, বারাকা প‌তেঙ্গা পাওয়ার লিমিটেডের প‌রিচালক মনজুর সাফি চৌধুরী এলিমের ব‌্যক্তিগত অর্থায়‌নে গোলাপগঞ্জে বিভিন্ন ওয়ার্কশপের মোটর মেকানিকদের মধ্যে ত্রাণ বিতরণ করা হ‌য়ে‌ছে।

শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোটরমেকানিকদের মধ্যে ত্রাণ বিতরন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, বিশিষ্ট মুরব্বি ও আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ খান জিলা, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিলেট জেলা মোটরমেকানিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বুরহান উদ্দিন, সমাজসেবক আরাফ মহসিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, ঢাকাদক্ষিণ মোটর মেকানিক শাখার সভাপতি মনির আহমদ, সাংবাদিক মেহেদী হাছান প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ওয়ার্কশপের ৫০ জন মেকানিকের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। 


এফএম/আরআর-০৮