ফেঞ্চুগঞ্জে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৭, ২০২১
১০:৫০ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২১
১১:৩১ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ও সিলেট মিডিয়া কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন 'গরিবের হাট-বাজার'।

শনিবার (১৭ জুলাই) সকাল ১১টায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ এটা আমি প্রথম দেখলাম। এ রকম ব্যাতিক্রমী উদ্যোগ খুব কম দেখা যায়। তাদের দানের তৎপরতা সাফল্য পাক এ কামনা করি।

প্রধান অতিথির বক্তব্যের পূর্বে ফেঞ্চুগঞ্জ অনলাইন গ্রুপের সভাপতি ফজলুর রহমানের রেকর্ডকৃত বক্তব্য শোনানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন। তিনি বলেন, এই সংগঠনগুলো তাদের যাত্রার শুরু থেকে কার্যক্রম এখনও চালু রেখেছে। এখানে তারা সফল। প্রবাসে থেকেও তারা দেশের মানুষের কথা ভোলেননি। তাদের কষ্টার্জিত টাকা দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন। আজ শততম আয়োজন যেন হাজারে পূর্ণতা পায় সেই কামনা করি।

সমাজসেবী ফখরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মো. আব্দুল জাবিদের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো. ফরিদ উদ্দিন। পরে উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সাধারণ সম্পাদক এম আলী হোসেনের রেকর্ডকৃত বক্তব্য শোনানো হয়। এছাড়া স্থানীয় সমাজকর্মী ইকবাল আহমদ লিমন স্বাগত বক্তব্য দেন।

এ সময় আরও বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলী হাসান শাহীন, সিরাজুল ইসলাম সাজুল, রোকনুজ্জামান চৌধুরী, সাংবাদিক মামুনুর রশিদ, বদরুল আমিন, সজিবুর রহমান, ইকবাল আহমদ লিমন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সালে ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের পথচলা শুরু হয়। তারই অঙ্গ সংগঠন সিলেট মিডিয়া কর্পোরেশন। আজ যাত্র শুরু করল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। চার বছরের পথ পরিক্রমায় সংগঠনটি অনেকদূর এগিয়ে এসেছে। আজ শততম অনুষ্ঠান সফলতার সঙ্গে শেষ করল তারা। এক হাজার পরিবারকে ঈদসামগ্রী প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনগুলো। এছাড়া সংগঠনের পক্ষ থেকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার করোনা রোগীদের সেবার জন্য রাখা হয়েছে।


এসএ/আরআর-০৫