ফেঞ্চুগঞ্জে ১২ জন করোনা পজেটিভ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৭, ২০২১
০৭:৪৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২১
১১:০৭ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে ১২ জন করোনা পজেটিভ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১২ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। আজ শনিবার (১৭জুলাই) হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফেঞ্চুগঞ্জ হাসপাতাল পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, গত  সোমবার (১২জুলাই) করোনা পরীক্ষার জন্য ১৭ জনের স্যাম্পল পাঠালে এর মধ্যে ১২ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এছাড়া, হাসপাতালের পিসিআর ল্যাবে প্রতিদিনের পরীক্ষায় পজেটিভ রোগী পাওয়া যাচ্ছে। সূত্র আরো জানায়, করোনা পরীক্ষার সংখ্যা দিন দিন বাড়লে পজেটিভ রোগীর সংখ্যাও বহুগুণে বাড়তে পারে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে টিকা নিতে আসা জনৈক ব্যাক্তি বলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মিনি শিল্পনগরী হওয়াতে এখানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন।তাই এখনে মানা হচ্ছে না বিধি নিষেধ যার কারণে ছোট্র এই উপজেলায় প্রতিদিন রোগীর সংখ্যা বেড়ে চলেছে। 

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান বলেন, ‘করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে।  মানুষকে কোন ভাবে ঘরে রাখা সম্ভব হচ্ছেনা। মানুষ জীবিকার প্রয়োজনে বা ঈদ অনুষ্ঠানে বাহিরে যাচ্ছে। এতে রোগের প্রকোপ ছড়িয়ে পড়ছে।’ 

এটা প্রতিহিত করতে হলে সচেতনতার বিকল্প নেই বলে জানান।

এস সি/বি এন-১২