শাবিতে ওয়েবিনারে বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন

শাবি প্রতিনিধি


জুলাই ১৭, ২০২১
০৭:১৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২১
০৭:২৩ অপরাহ্ন



শাবিতে ওয়েবিনারে বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'রোটারেক্ট ক্লাব অফ শাহজালাল ইউনিভার্সিটি' আয়োজনে বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ কুইজ কম্পিটিশন ও শুক্রবার (১৬ জুলাই) রাত ৮টায় 'মহামারী উত্তর যুব দক্ষতা বিষয়ে পুনর্ভাবনা' শীর্ষক  অনলাইন ওয়েবিনারের আয়োজন করে সংগঠনটি। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম এবং দোয়ারাবাজার উপজেলার সমাজসেবা অফিসার কামরুল ইসলাম।

ওয়েবিনারে রাষ্ট্রের উন্নয়নে যুব দক্ষতার গুরুত্ব, সরকারের করণীয়, যুব সমাজের দায়িত্বসহ যুব সমাজ এবং তাদের দক্ষতা অর্জন ও বিভিন্ন সমস্যা ও তা মোকবেলায় রাষ্ট্র ও যুবকদের করণীয় ইত্যাদি বিষয় আলোচনা করা হয়।

অনলাইনেে আয়োজিত ওয়েবিনারটতে শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, রোটারেক্টরা ও দেশের অন্যান্য রোটারেক্ট ক্লাবের রোটারেক্টরা অংশগ্রহণ করেন। শেষে কুইজের ফলাফল ঘোষণা করা হয়।

এতে বিজয়ী হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের শিক্ষার্থী মেহরাব সাদাত।

এইচ এন/বি এন -১০