শাবি প্রতিনিধি
জুলাই ১৭, ২০২১
০৬:১০ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৭, ২০২১
০৬:১০ অপরাহ্ন
করোনা চিকিৎসায় সিলেটের শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতালে বিভিন্ন যন্ত্রপাতি যৌথভাবে উপহার দিয়েছে নগরীর ১২ টি রোটারেক্ট ক্লাব।
চিকিৎসায় ব্যবহৃত ২টি ব্লাড গ্লুকোজ মনিটরিং, ১টি স্ট্রিপস্, ২টি পালস অক্সিমিটার, ৫টি স্নরকেল মাস্ক, ১০টি এইচএমইএফ এবং ১০টি ইটি টিউব ইত্যাদি যন্ত্রপাতি হাসপাতাল কর্তৃপক্ষকে উপহার দেন সংগঠনটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা।
শুক্রবার (১৬ জুলাই) বিকালে ক্রিসেন্ট ব্লাড ব্যাংক হল রুমে সিলেট শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতালের আইসিইউ ইউনিটের কনসালটেন্ট ডা. তানভীর ইসলাম নাবিলের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
চিকিৎসা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের চেয়ারম্যান রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী, আইপিডিআরআর হেদায়েত হোসেন তানভীর, ডিস্ট্রিক্ট অফিসিয়াল, বিভিন্ন রোটারেক্ট ক্লাবের সাবেক সভাপতি, বর্তমান সভাপতি ও সদস্যবৃন্দ।
এতে সহযোগিতা করেছেন রোটারেক্ট ক্লাব অফ শাহজালাল ইউনিভার্সিটি, রোটারেক্ট ক্লাব অফ সিলেট, রোটারেক্ট ক্লাব অফ লিডিং ইউনিভার্সিটি, রোটারেক্ট ক্লাব অফ টি সিটি, রোটারেক্ট ক্লাব অফ নিউ সিটি, রোটারেক্ট ক্লাব অফ সিলেট ইস্ট, রোটারেক্ট ক্লাব অফ সিলেট সুরমা, রোটারেক্ট ক্লাব অফ নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, রোটারেক্ট ক্লাব অফ সিলেট রিগ্যাল, রোটারেক্ট ক্লাব অফ সিলেট পিস, রোটারেক্ট ক্লাব অফ সিলেট পাইওনিয়ার ও রোটারেক্ট ক্লাব অফ গ্রীন সিটি।
করোনা ইকুইপমেন্ট ডোনেশন কালে রোটারেক্ট ক্লাব অফ শাহজালাল ইউনিভার্সিটির সভাপতি রোটারেক্টর মোমতাহিন চৌধুরী বলেন, অল্প সময়ে বড় একটি প্রজেক্ট করতে গিয়ে যেসকল ভুলভ্রান্তি হয়েছে তা সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে সিলেটের সকল রোটারেক্ট ক্লাবকে সাথে নিয়ে এমন আরও প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা করবো।
এছাড়া ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের চেয়ারম্যান রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী বলেন, ‘করোনা ইকুইপমেন্ট ডোনেশন করার এমন প্রজেক্টে প্রেসিডেন্টদের সার্বিক সহযোগিতার জন্য সকল আইপিপিদের অসংখ্য ধন্যবাদ।’
এইচ এন/বি এন-০৭