বালাগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৬, ২০২১
১১:৫৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২১
১১:৫৪ অপরাহ্ন
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের প্রবাসীদের সংগঠন বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকে'র পক্ষ থেকে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
ট্রাস্টের সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক শাহজাহান আলম ও ট্রেজারার দিলোয়ার হোসেন দিলালের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (১৬ জুলাই) বালাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের হাতে এসব ঈদসামগ্রী তুলে দেওয়া হয়।
বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিমের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, ট্রাস্টের প্রাক্তণ সভাপতি যুক্তরাজ্য কমিউনিটি নেতা মশিউর রহমান মসনু, বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও ইউপি সদস্য আব্দুস শহিদ দুলাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী আজমুল হোসেন, শাহীন সেলিম, মনসুর আহমদ ও ইকবাল আহমদ প্রমুখ।
ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালে ট্রাস্টের পক্ষ থেকে নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে যে ঈদসামগ্রী উপহার দেওয়া হলো তা প্রশংসার দাবি রাখে। এই মহাদুর্যোগে সরকারের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রণোদনা দেওয়া অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি প্রবাসী বিভিন্ন সংগঠন এবং দেশের ও প্রবাসের বিত্তবানরা এগিয়ে এলে সমাজের দরিদ্র জনগোষ্ঠী স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারবে।
বালাগঞ্জ ইউনিয়ন কল্যাণ ট্রাস্ট ইউকে’র সভাপতি আতাউর রহমান আতা মুঠোফোনে বলেন, এই ট্রাস্ট গঠনের পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। ট্রাস্টিদের সমন্বিত উদ্যোগে ঈদসামগ্রী দিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ট্রাস্টের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/আরআর-০৪