নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২১
০৪:৩৪ অপরাহ্ন
আপডেট : জুলাই ১৬, ২০২১
০৫:১২ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেট জেলার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি সিলেটের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট অ্যাডভোকেট লুৎফুর রহমানের সুস্থতা কামনা করেনে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট মো. লুৎফুর রহমানের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি এই বর্ষিয়ান রাজনীতিবিদের রোগমুক্তির জন্য সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, অন্যান্য দলের নেতাকর্মী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী সকলের নিকট দোয়া কামনা করেন।
এএন/০৭