লকডাউনের দুই সপ্তাহে ২৩ লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৬, ২০২১
০৫:০৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২১
০৫:০৭ পূর্বাহ্ন



লকডাউনের দুই সপ্তাহে ২৩ লক্ষাধিক টাকা জরিমানা
# ৫ হাজার ১৮২ মামলা, ১৭২০ যানবাহন আটক

দেশজুড়ে চলা কঠোর লকডাউন গতকাল বুধবার মধ্যরাতে শেষ হয়েছে। ১৪ দিন চলা কঠোর লকডাউনে সিলেটে কঠোর অবস্থানে ছিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এই সময়ে সিলেটে ২৩ লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা হয়েছে ৫ হাজার ১৮২টি। এক হাজার ৭২০টি যানবাহন আটক করা হয়েছে।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর সহযোগিতায় জেলা প্রশাসনের অভিযানে দুই হাজার ৫৬টি মামলা হয়েছে। আদায় করা হয়েছে ২৩ লাখ ১১ হাজার ৫২০ টাকা। পাশাপাশি পুলিশ আটক করেছে এক হাজার ৭২০টি যানবাহন। মামলা হয়েছে তিন হাজার ১২৬টি। জেলা প্রশাসন ও মহানগর পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার কঠোর লকডাউনের শেষ দিনে ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ৩১টি মামলা হয়। আদায় করা হয় ২০ হাজার ৮০০ টাকা।

এর আগে গত মঙ্গলবার জেলা প্রশাসনের অভিযানে ৮৯টি মামলা ও এক লাখ ৮২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। লকডাউনের ১২তম দিনে জেলা প্রশাসনের অভিযানে ১২৮টি মামলা ও দুই লাখ দুই হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। ১১তম দিনে মামলা হয় ১৩৫টি এবং ১ লাখ ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। ১০ম দিনে ১৩৮টি মামলা হয় এবং জরিমানা আদায় করা হয় ১ লাখ ৯০ হাজার ২২০ টাকা। ৯ম দিনে জেলা প্রশাসনের অভিযানে ১৮৭ মামলা ও ২ লাখ ২৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় হয়। ৮ম দিন বৃহস্পতিবার ২০৮টি মামলা এবং ১ লাখ ৯৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৭ম দিনে মামলা হয় ১৩৫টি এবং জরিমানা করা হয় ১ লাখ ৭৬ হাজার ৩শ টাকা। ৬ষ্ট দিনে ২০২ মামলা এবং ২ লাখ ২০ হাজার ৯শ টাকা জরিমানা, ৫ম দিনে ২৪৬ মামলা এবং ২ লাখ ৫২ হাজার ৪শ, চতুর্থ দিনে ১৫৪ মামলা এবং ১ লাখ ৫১ হাজার ৫০ টাকা, তৃতীয় দিনে ১২৬ মামলা এবং ২ লাখ ২৫ হাজার ৮শ টাকা, দ্বিতীয় দিনে ১০৫ মামলা এবং ১ লাখ ৬শ টাকা ও প্রথম দিনের লকডাউনে ১৩৮ মামলা এবং ১ লাখ ৯০ হাজার ২২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পুলিশ প্রশাসনের অভিযানে লকডাউনের ১৪ দিনে আটক করা হয়েছে ১ হাজার ৭২০টি যানবাহন এবং মামলা হয়েছে ৩ হাজার ১২৬টি। মহানগর পুলিশের গণমাধ্যম শাখা প্রেরিত বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার শেষ দিনে ১০২টি যানবাহন আটক, মামলা হয়েছে ৬৪টি, গত মঙ্গলবার ১১১ যানবাহন আটক, মামলা হয়েছে ৭৫টি, ১২ তম দিনে আটক হয়েছে ৯৫টি আর মামলা ৮৮টি। ১১তম দিনে ৮৪ যানবাহন আটক এবং ৪৭টি মামলা হয়েছে। ১০ম দিন আটক করা হয়েছে ৭৫টি যান, মামলা হয়েছে ১০০টি, ৯ম দিনে মামলা হয়েছে ৩৪টি, আটক করা হয়েছে ৩৪টি, ৮ম দিনে মামলা হয়েছে ৫৫টি, আটক করা হয়েছে ১১৬টি যানবাহন। ৭ম দিনে মামলা হয়েছে ৫৮টি এবং আটক করা হয়েছে ৭৬টি, ৬ষ্ট দিনে মামলা হয়েছে ৯৬টি এবং যানবাহন আটক করা হয়েছে ১৪৩টি। ৫ম দিনে মামলা হয়েছে ১২০টি, যানবাহন আটক হয়েছে ১৬৩টি, ৪তর্থ দিনে ২২৩টি মামলা এবং আটক করা হয়েছে ১২৬টি, তৃতীয় দিনে ১১৯টি মামলা হয়েছে, আটক হয়েছে ২১৮টি যানবাহন, দ্বিতীয় দিনে ৯৪টি মামলা এবং ১১৬টি যানবাহন আটক করা হয়েছে। লকডাউনের প্রথম দিনে মামলা হয়েছে ৫৭টি এবং আটক করা হয়েছে ১৩৫টি যানবাহন।

পুলিশ প্রশাসন জানায়, এসএমপির বিভিন্ন স্থানে দিনরাত ৩২টি চেকপোস্ট, সকল থানা-ফাঁড়ি-তদন্ত কেন্দ্র এলাকাধীন দিনরাত ৫২টি টহল টিম কাজ করেছে।

আরসি-০২