কোম্পানীগঞ্জে অর্ধশত নৌ শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


জুলাই ১৬, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৬, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে অর্ধশত নৌ শ্রমিক পেলেন প্রধানমন্ত্রীর উপহার

সিলেটের কোম্পানীগঞ্জে ৫০ জন কর্মহীন নৌ শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫টায় ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের নৌকাঘাটে কর্মহীন নৌ শ্রমিকদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, আসন্ন ঈদুল আজহায় ৫০ জন হতদরিদ্র ও কর্মহীন নৌ শ্রমিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এ সময় অসহায়, কর্মহীন ৫ জন পাথর শ্রমিকের জন্য ব্যক্তিগত আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জাহান কাজল।

এছাড়া সাদা পাথর পর্যটন নৌকাঘাট এলাকার আশপাশে অসচ্ছল স্বল্প আয়ের মানুষের মাঝেও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস, খাদ্য সহকারী তরুণ অধিকারী, কোম্পানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীর মানুষ।


এমকে/আরআর-১২