শাবির নতুন হলে আসন পাবেন ৪৮০ জন ছাত্রী

শাবি প্রতিনিধি


জুলাই ১৫, ২০২১
১০:২৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২১
১০:২৭ অপরাহ্ন



শাবির নতুন হলে আসন পাবেন ৪৮০ জন ছাত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৫ জুলাই) চলমান উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন তিনি।

এ সময় উপাচার্য জানান, শাবিতে নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হলে আসন পাবেন ৪৮০ জন ছাত্রী।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- নির্মিতব্য ৪৮০ আসন বিশিষ্ট ৪ তলা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হল, ৫ তলা বিশিষ্ট সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ৩৯৬ আসন ও ৪তলা বিশিষ্ট সৈয়দ মুজতবা আলী হলের অবশিষ্ট কাজ, রাজস্ব বাজেটের অর্থায়নে নির্মিতব্য বিশ্ববিদ্যালয় গেট এবং ৫১ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য টেনিস কোর্ট।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মুশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীসহ নির্মাণকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এইচএন/আরআর-০৪