সোয়া ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে শাবির প্রধান ফটক

শাবি প্রতিনিধি


জুলাই ১৫, ২০২১
১০:১৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৫, ২০২১
১০:১৮ অপরাহ্ন



সোয়া ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে শাবির প্রধান ফটক

রাজস্ব বাজেটের অর্থায়নে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নতুন করে দৃষ্টিনন্দনভাবে নির্মাণ হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর এসব কাজে যথাযথ মান নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেকটি কাজের জন্য তদারকি কমিটি গঠন করা হয়েছে। তারা নিয়মিতভাবে কাজের তদারকি করে যাচ্ছেন। 

এর আগে বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল  ইসলাম চৌধুরীসহ নির্মাণকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ চলমান নির্মাণাধীন কাজসমূহ পরিদর্শন করেছেন। 

উল্লেখ্য, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২৩ কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা ব্যয়ে ৪৮০ আসন বিশিষ্ট ৪ তলা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হল, ২৩ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৪৬৯ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট ২য় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ১৮ কোটি ৭৮ লাখ ৪১ হাজার ১০৭ টাকা ব্যয়ে  ৩৯৬ আসন বিশিষ্ট ভবন, ৪ তলা বিশিষ্ট সৈয়দ মুজতবা আলী হলের অবশিষ্ট তিনটি ব্লক এবং ৫১ লাখ টাকা ব্যয়ে শিক্ষকদের খেলাধুলার জন্য টেনিস কোর্ট নির্মাণের কাজ চলছে।


এইচএন/আরআর-০৩