গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৫, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১৫, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়ালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেলিম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের খাগাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সেলিম উদ্দিন খাগাইল গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার সকালে খাগাইল গ্রামের একটি নির্মাণাধীন ভবনের বাইরের অংশের দেয়ালের সঙ্গে এক ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে থানার পুলিশ ও কুশিয়ারা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সেলিম উদ্দিনের ভাই নাজিম উদ্দিন বলেন, গত কয়েকদিন থেকে খাগাইল গ্রামে জায়গা নিয়ে একপক্ষের সঙ্গে বিরোধ চলছিল আমার ভাইয়ের। তিনি সেই জায়গার কেয়ারটেকার ছিলেন। তারা জায়গা লিখে দেওয়ার জন্য আমার ভাইকে চাপ প্রয়োগ করতে থাকে। বিভিন্ন সময় এ নিয়ে তারা হুমকি প্রদান করত। এর জের ধরে হয়তো আমার ভাইকে তারা হত্যা করতে পারে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
আরআর-০৯